ভারতে আসছে ৪টি নতুন কমপ্যাক্ট SUV – টাটা, রেনল্ট, মহিন্দ্রা ও হুন্ডাইয়ের ধামাকা লঞ্চ
ভারতের গাড়ির বাজারে নতুন চমক নিয়ে আসছে বড় বড় কোম্পানিগুলি – যেমন রেনল্ট, হুন্ডাই, মহিন্দ্রা আর টাটা। এই সব সংস্থা খুব শীঘ্রই তাদের নতুন কমপ্যাক্ট SUV গাড়িগুলি লঞ্চ করতে চলেছে। কারওরটা হবে ফেসলিফ্ট ভার্সন, তো কেউ আনবে একেবারে নতুন ইলেকট্রিক মডেল। এভাবে তারা বাজারে নিজেদের অবস্থান আরও মজবুত করতে চাইছে।
আপনিও যদি সামনের কিছু মাসে নতুন একটি কমপ্যাক্ট SUV কেনার কথা ভাবছেন, তাহলে এই খবরটি আপনার খুবই কাজে আসবে। আসুন এবার জেনে নেওয়া যাক সেই ৪টি আসন্ন SUV গাড়ি সম্পর্কে, যেগুলি আগামী কয়েক মাসে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে।
১. রেনল্ট কাইগার ফেসলিফ্ট
রেনল্ট কাইগার এমনিতেই একটা বাজেট ফ্রেন্ডলি ও ভরসাযোগ্য SUV হিসেবে পরিচিত। এবার আসছে এর ফেসলিফ্ট ভার্সন। এই গাড়িটি ইতিমধ্যেই ভারতের রাস্তায় পরীক্ষামূলকভাবে দেখা গেছে। আশা করা হচ্ছে, খুব শীঘ্রই এটি বাজারে আসবে।
নতুন কাইগারে এক্সটেরিয়র ডিজাইনে পরিবর্তন, আরও প্রিমিয়াম ইন্টেরিয়র আর কিছু নতুন ফিচার যোগ হতে পারে। তবে ইঞ্জিন বা পাওয়ারট্রেনে কোনও বড় পরিবর্তন হবে না, এটি আগের মতোই পেট্রোল ইঞ্জিনে চালিত হবে।
আরো পড়ুন: https://babaiigl.blogspot.com/2025/07/mg-cyberster-electric-roadster-price-india.html
২. হুন্ডাই ভেন্যু ফেসলিফ্ট
হুন্ডাইয়ের সবচেয়ে জনপ্রিয় SUV গুলোর মধ্যে একটি হল Venue। এবার সেই গাড়ির ফেসলিফ্ট ভার্সন আনতে চলেছে কোম্পানি। রিপোর্ট অনুযায়ী, এই গাড়িটি ২০২৫ সালের সেপ্টেম্বর মাস নাগাদ ভারতের বাজারে আসতে পারে।
নতুন ভেন্যু-তে বাহ্যিক চেহারায় কিছু বড় পরিবর্তন থাকবে – যেমন নতুন গ্রিল, হেডল্যাম্প, আর বাম্পার ডিজাইন। ইন্টেরিয়রেও কিছু নতুন টেক ফিচার আর উন্নত আসন কাভার দেখা যাবে। পেট্রোল ও ডিজেল – আগের মতোই দুই ধরনের ইঞ্জিন অপশনেই পাওয়া যাবে এটি।
৩. মহিন্দ্রা XUV 3XO EV
মহিন্দ্রা এবার নতুন একটি ইলেকট্রিক SUV আনতে চলেছে – যার নাম XUV 3XO EV। এটি হবে Mahindra XUV400-এর নিচের রেঞ্জের মডেল, আর এটি সরাসরি টাটা পাঞ্চ EV-র প্রতিদ্বন্দ্বী হবে।
এই গাড়িটি এখন টেস্টিং-এর শেষ পর্যায়ে রয়েছে, তাই খুব শীঘ্রই ভারতের বাজারে চলে আসবে। একবার চার্জ দিলে এটি প্রায় ৪০০ কিমি পর্যন্ত চলতে পারবে বলে মনে করা হচ্ছে। এই গাড়ির মাধ্যমে মহিন্দ্রা তার ইভি সেগমেন্টকে আরও শক্তিশালী করে তুলবে।
৪. টাটা পাঞ্চ ফেসলিফ্ট
Tata Motors তাদের অন্যতম সেরা বিক্রীত SUV – Tata Punch-এর ফেসলিফ্ট ভার্সন আনতে চলেছে। এই নতুন ভার্সনে থাকবে নতুন বাহ্যিক ডিজাইন আর আরও প্রিমিয়াম ইন্টেরিয়র লেআউট।
পাওয়ারট্রেন বা ইঞ্জিনে বিশেষ কোনও পরিবর্তন থাকবে না, আগের মতোই এটি পেট্রোল ইঞ্জিনে পাওয়া যাবে। এই আপডেটের মাধ্যমে Tata Punch আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছাতে পারবে।
ডিসক্লেইমার:
এই প্রতিবেদনে উল্লিখিত সমস্ত তথ্য বিভিন্ন অটো নিউজ রিপোর্ট, কোম্পানির অফিশিয়াল সোর্স এবং বাজার জল্পনার উপর ভিত্তি করে লেখা হয়েছে। গাড়িগুলোর ফাইনাল ফিচার, দাম বা লঞ্চ ডেট কোম্পানি যেকোনো সময় পরিবর্তন করতে পারে। ক্রয় সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্র্যান্ড বা ডিলারশিপ থেকে নিশ্চিত তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
0 Comments