নতুন জেনারেশনের টাটা সিয়েরা প্রথমে ইলেকট্রিক গাড়ি হিসেবেই আসবে, তারপর আসবে পেট্রোল-ডিজেল ভার্সন।
টাটা মোটরস তাদের প্রোডাকশন রেডি সিয়েরা গাড়িটি প্রথমবারের মতো প্রকাশ করেছে Bharat Mobility Global Expo 2025-এ, যা হয়েছিল দিল্লিতে। কোম্পানির তরফ থেকে জানা গেছে, চলতি আর্থিক বছরের মধ্যেই এই গাড়ির বাজারে লঞ্চ হতে পারে এবং প্রথমে আসবে ইলেকট্রিক ভার্সন।
এই ইলেকট্রিক সিয়েরা গাড়িটি দেখতে অনেকটাই আগের কনসেপ্ট ভার্সনের মতোই রাখা হয়েছে। ডিজাইনের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আগের মতোই রাখা হয়েছে যাতে মানুষ সহজেই চিনতে পারে। জানা যাচ্ছে, এই গাড়িতে থাকবে দুটো আলাদা ব্যাটারি অপশন এবং এর রেঞ্জ হতে পারে ৫০০ কিলোমিটারেরও বেশি, যেমনটা আমরা সম্প্রতি লঞ্চ হওয়া ইলেকট্রিক হ্যারিয়ারে দেখেছি।
আরো পড়ুন: https://babaiigl.blogspot.com/2025/07/mg-cyberster-electric-roadster-price-india.html
এই গাড়িতে ফাস্ট DC চার্জিং সুবিধা থাকতে পারে এবং এর সঙ্গে থাকবে নতুন টেকনোলজি — যেমন গাড়ি থেকে অন্য গ্যাজেট বা গাড়িকে চার্জ দেওয়ার সুবিধা (Vehicle-to-load এবং Vehicle-to-vehicle)। এখনো নিশ্চিত নয় যে Harrier EV-এর মতো এতে ডুয়াল মোটর সেটআপ থাকবে কি না, তবে ব্যাটারির জন্য ‘লাইফটাইম ওয়ারেন্টি’ দেওয়া হতে পারে।
ডিজাইনের দিক থেকে এই নতুন Sierra আগের ক্লাসিক সিয়েরা মডেলকে শ্রদ্ধা জানিয়েই তৈরি হয়েছে, কিন্তু তার সঙ্গেই আছে আধুনিক ফিনিশিং ও নতুন মাপজোক। গাড়ির ছাদটা কালো রঙের, যা প্যানোরামিক সানরুফের সঙ্গে মিশে একটা বড় গ্লাসের মতো ফিল দেয় – যেন ছাদটা ভেসে আছে, এমন ইল্যুশন তৈরি করে।
গাড়ির শরীরে শক্তিশালী শোল্ডার লাইন, বড় আকারের অ্যালয় হুইল, তীক্ষ্ণ কাটিং আর সম্পূর্ণ দৈর্ঘ্যের LED লাইট স্ট্রিপ — সব মিলিয়ে রাস্তায় এর উপস্থিতি বেশ নজরকাড়া হবে।
যখন এই গাড়ির পেট্রোল বা ডিজেল ভার্সন আসবে, তখন তাতে থাকতে পারে নতুন ১.৫ লিটারের টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন, যেটা ১৬৮ পিএস পাওয়ার ও ২৮০ এনএম টর্ক দিতে পারে। এছাড়া, ২.০ লিটারের ডিজেল ইঞ্জিনও থাকতে পারে, যা প্রায় ১৭০ পিএস ও ৩৫০ এনএম টর্ক দেবে।
এই গাড়িতে যেসব ফিচার থাকবে তার মধ্যে রয়েছে – বড় টাচস্ক্রিন ডিসপ্লে, ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সামনে বসা যাত্রীর জন্য আলাদা স্ক্রিন, প্যানোরামিক সানরুফ, লেভেল ২ ADAS এবং আরও অনেক আধুনিক টেকনোলজি।
সব মিলিয়ে, নতুন টাটা সিয়েরা শুধু পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনবে না, বরং নতুন প্রযুক্তি ও স্টাইল দিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।
ডিসক্লেমার:
উল্লেখ্য, এই লেখায় ব্যবহৃত কিছু তথ্য টাটা মোটরসের অফিশিয়াল সোর্স বা প্রেস রিলিজ থেকে নেওয়া হয়েছে, আবার কিছু তথ্য অনানুষ্ঠানিক সূত্রের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। গাড়ি লঞ্চের সময় স্পেসিফিকেশন বা ফিচারে পরিবর্তন হতে পারে, তাই কেনার আগে অফিশিয়াল কনফার্মেশন দেখে নেওয়া বাঞ্ছনীয়।
0 Comments