Header Ads Widget

Responsive Advertisement

Hero Destini 125 বাংলা রিভিউ: দাম শুরু প্রায় ৮১ হাজার ৪০০ টাকা থেকে, জানুন আমার রিয়েল এক্সপেরিয়েন্সে মাইলেজ ও ফিচারস এবং অন্যান্য সমস্ত তথ্য

Hero Destini 125 স্কুটার 2025 মডেল – সাদা ও ব্রোঞ্জ টোনে নতুন ডিজাইন, এলইডি হেডলাইট ও প্রিমিয়াম লুকসহ সামনে থেকে দেখা

Hero Destini 125 বাংলা রিভিউ: দাম শুরু প্রায় ৮১ হাজার ৪০০ টাকা থেকে, জানুন আমার রিয়েল এক্সপেরিয়েন্সে মাইলেজ ও ফিচারস এবং অন্যান্য সমস্ত তথ্য

আমাদের আজকের এই দৌঁড়ঝাঁপের জীবনে আপনি যদি আপনার সুবিধার জন্য এমন একটি স্কুটার খুঁজছেন যেটি স্টাইলিশ, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য, তাহলে Hero Destini 125 এই বাইকটার যে সমস্ত ফিচারস ও সুবিধা আছে সেগুলি আমি বলব আপনি একবার ভালো করে দেখে নিন হয়তো এই স্কুটারটি আপনার পছন্দের স্কুটার হতে পারে । চমৎকার ডিজাইন, শক্তিশালী ইঞ্জিন এবং আধুনিক ফিচারস নিয়ে এটি বাজারে নিজের আলাদা পরিচয় তৈরি করেছে। অফিস, কলেজ বা বাজার বিভিন্ন জায়গায় আপনি এই স্কুটারটি ব্যবহার করতেন পারবেন আর এই স্কুটারটি চালানোর সময় আপনি বুঝতে পারবেন যে এটি চালাতেও আরামদায়ক এবং স্মুথলি চলে।

আমি এরকম বললাম কারণ আমার এক বন্ধু আছে তার কাছে এই স্কুটারটি আছে সেও অফিসে যাওয়ার সময় এই স্কুটারটি নিয়ে যায়। আর সে আমাকে বলেছিল সত্যি এই স্কুটারটি ফলে তার সময় অনেকটা বাঁচে এবং সে আরাম করে তার অফিসে পৌঁছতে পারে। চলুন তাহলে আমি এখন আপনাকে এই স্কুটারের সমস্ত কিছু বিস্তারিত ভাবে বলি।

রেট্রো লুকের সঙ্গে আধুনিক টাচ

এই গাড়িটি এখন একদম আপডেট হয়ে এসেছে এর ডিজাইনটি আগে যে গাড়িটি ছিল তার চেয়েও অনেক বেশি আকর্ষণীয় ও প্রিমিয়াম মনে হয়। এই গাড়িটির সামনে এলইডি হেডলাইট আছে চিকন টার্ন ইন্ডিকেটর আছে। এবং কপার সেটের সঙ্গে কালো বডি আছে। এই সমস্ত জিনিসগুলি একসাথে গাড়িটিকে একটি আধুনিক রেট্রো লুক দেয়। আপনি হয়তো গাড়িটির ছবি দেখেছেন তবুও আপনাকে আমি বলছি যে এই গাড়িটিতে আপনি দেখবেন একটানা চওড়া একটা সিট আছে এবং সিটের পেছনে একটি ব্যাকলিস্ট আছে। একটু রাউন্ডের মত উঁচু করা আছে। তাতে আপনার পেছনে যেয়ে বসবে সে একটু হেলান দিতে পারবে এবং দু সাইড দিয়ে ধরতে পারবে। সাবধান আমি হেলান দেয়ার কথা বললাম বলে আবার পিছনে যিনি বসবেন তাকে আবার সাবধানে বসতে বলবেন কারণ সে যদি আবার পিছনে হেলান দিয়ে বসে আর আপনি যদি হঠাৎ করে গাড়ি চালাতে চালাতে পিক আপ বাড়িয়ে দেন তো জিনি পিছনে বসে থাকবে তিনি পড়ে যেতে পারে। সব সময় সাবধানে সঙ্গে গাড়ি চালাবেন। এইসব ডিজাইনগুলোর জন্য এই গাড়িটিকে একদম আধুনিক মনে হয়। এবং আজকালকার সময়ে বেশিরভাগ মানুষ যেরকম স্টাইলের স্কুটার পছন্দ করেন ঠিক তেমনি ভাবেই এটিকে বানানো হয়েছে আশা করি আপনি যদি এই গাড়ির ডিজাইনটি দেখেছেন বা দেখবেন তাহলে আপনার পছন্দ হতে পারে।

আরো পড়ুন: https://babaiigl.blogspot.com/2025/07/vespa-s150-dam-features-review-2025-Bangla.html

শক্তিশালী ইঞ্জিন এবং স্মুথ পারফরম্যান্স

 এই স্কুটারটিতে আছে 124.6cc-এর BS6 ইঞ্জিন, যা ৯bhp শক্তি এবং ১০.৪Nm টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনটিতে সিভিটি ট্রান্সমিশন আছে তার ফলে গিয়ার আলাদা করে চেঞ্জ করতে হয় না স্পীড অনুযায়ী গিয়ার অটোমেটিক এডজাস্ট হয়ে যায় এর ফলে আপনি যখন গাড়ি চালান গাড়িটি তখন একদম স্মুথ চলে এবং আপনার গিয়ার চেঞ্জ করার কোন ঝামেলা থাকে না। এই স্কুটারটির সামনে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন ও পিছনে মনোশক দেয়া হয়েছে এর ফলে আপনি যখন গাড়ি চালাবেন তখন যদি রাস্তা খারাপও হয় আপনার ঝাকুনি কম লাগবে এবং যিনি পিছনে বসবেন তারও কম ঝাকুনি লাগবে। আর এই গাড়িটির সামনে ডিস্কব্রেক আছে আর পেছনে আছে ড্রাম ব্রেক আছে এর ফলে আপনি এই ব্রেক কম্বিনেশন টা খুব ভালো। কারণ আপনি পরিস্থিতি অনুযায়ী যেই ব্রেকটির প্রয়োজন সেই ব্রেকটি ব্যবহার করতে পারবেন অর্থাৎ আপনি সব মুহূর্তেই সেফটি এবং নিরাপদ থাকবেন। আমি আমার বন্ধুর গাড়িটি একদিন চালিয়েছিলাম সেই অভিজ্ঞতা থেকেই আপনাকে এইগুলি বললাম কারণ আমি যখন গাড়িটি চালিয়েছিলাম তখন আমাদের এই রাস্তাটি একটু খারাপ ছিল কিন্তু গাড়িটি খারাপ রাস্তাতেও চালাতে আমার অসুবিধা হয়নি আমি আরামসেই গাড়িটি চালাতে পেরেছিলাম এবং গাড়িটির ব্রেক কন্ট্রোল ও খুব ভালো ছিল।

টেকনোলজি ও ফিচারেও আধুনিক এবং কি কি রং এ পাবেন এই স্কুটারটি

এই স্কুটারটিতে অনেক আধুনিক ফিচারস রয়েছে। সেসগুলি হল ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন। এই সমস্ত কিছু ফিচারস গুলির জন্য একে একটি পূর্ণাঙ্গ স্মার্ট স্কুটার লাগে। এটি শুধু আপনি যে যাতায়াতের ব্যবহার করার জন্য কিনবেন তা নয় এটি যাতায়াতের মাধ্যম তার সাথে সাথে এটি স্টাইলে দিক থেকেও একদম পারফেক্ট এবং এর মধ্যে যেসব ফিচারস রয়েছে সেই টেকনোলজি টাও অনেক উন্নত এক কথায় বললে এটি আজকালকার সময়ের সমস্ত কিছু উন্নত ফিচারস এর মেলবন্ধন।

আমরা যখন কোন গাড়ি কিনতে যাই সেটি যাই হোক না কেন বাই ফোক বা স্কুটার হোক আমরা সবার আগে সেই গাড়িটির রং পছন্দ করি আমিও তাই করি। সেই জন্য আমি আপনাকে এই গাড়িটি কি কি রং এ পাবেন সেটি বলছি আপনি এই গাড়িটি পাঁচটি রঙে পাবেন সেগুলি হল Eternal White, Regal Black, Groovy Red, Cosmic Blue, Mystique Magenta। এক কথায় যদি বলি কোম্পানি তার কোন কাস্টমারকেই নিরাশ করবে না কারণ যার যে রং টি পছন্দ সে তার ইচ্ছামত বেছে নিতে পারবে। আর এই স্কুটারটি এমনই যে এই স্কুটারটিকে এই পাঁচটি রং এই একদম পারফেক্ট লাগে। প্রত্যেকটি রঙে স্কুটারটি সঙ্গে ম্যাচ করে যায়।

দাম এবং ভ্যারিয়েন্ট

আমরা যখন কোন গাড়ি কেনার জন্য যাই অথবা কেনার জন্য ভাবি তখন আমরা বিশেষ করে তার দামটা সবার আগেই জানতে চাই। হ্যাঁ আপনি এখন যেটা ভাবছেন সেটাই আমি এখন আপনাকে এই গাড়ির দাম আর এই গাড়ি কি কি ভেরিএনেন্সে আছে সেগুলি বলবো। এই গাড়িটির দাম শুরু হয়েছে প্রায় ৮১ হাজার ৪০০ টাকা থেকে এবং শেষ হয় প্রায় ৯২ হাজার ৬০০ টাকা পর্যন্ত। এরকমভাবে দামটা বললাম তার কারণ এক একটা ভেরিয়েন্টের দাম একটু কম বেশি হয় তাই। আপনি এই গাড়িটি মোট ছয়টি ভেরিয়েন্টে পাবেন সেই ভেরিয়েন্ট গুলি হল VX (non‑OBD‑2B),VX (OBD‑2B), ZX (non‑OBD‑2B),ZX (OBD‑2B), ZX+ (non‑OBD‑2B),ZX+ (OBD‑2B) আমি যদি এক কথায় বলি তো আপনি আপনার যেই ভেরিয়েন্টটি পছন্দ সেই ভেরিয়েন্টটি বেছে নিতে পারবেন অর্থাৎ কোম্পানি আপনাকে অনেক রকম ভেরিয়েন্ট দিয়েছে যাতে আপনি নিরাশ না হোন।

ফুয়েল ট্যাঙ্ক এবং গাড়ির মাইলেজ

আমি যদি গাড়ি কিনতে যাই তো আমি বিশেষ করে এটা দেখি যে এই গাড়িতে কত লিটার তেল ভরা যায় আর গাড়ির মাইলেজ কত আপনিও অবশ্যই এই তথ্যটি জানতে চাবেন তাই আমি আপনাকে এখন এই তথ্যগুলি বলবো এই গাড়িটিতে যে ফিল্ড ট্যাংক আছে সেটিতে আপনি ৫.৩ লিটার পেট্রোল ভরতে পারবেন। হ্যাঁ এর ফুল ট্যাংকটি একটু ছোট কিন্তু এই দামে এত সুন্দর ফিচারস আর এই স্কুটারটি অনুযায়ী আমার মনে হয় এর ফুয়েল ট্যাংকটা ঠিকই আছে। এবার আপনার এটি নাম ও মনে হতে পারে আমি শুধু আমার মতামত টাই জানালাম। এবার বলি এই গাড়ির মাইলেজ সম্পর্কে এই গাড়ির মাইলেজ আমি চালিয়েছি সেই অভিজ্ঞতা থেকে বলছি আপনি এই গাড়িটির মাইলেজ ৫৫ থেকে ৫৮ কিলোমিটার পাবেন প্রতি এক লিটার তেলে। দেখুন একটা জিনিস কি বলুন তো গাড়ি আপনি কি রকম রাস্তায় চালাচ্ছেন তার ওপর অনেকটাই ডিপেন্ড করে যে আপনি মাইলেজ কিরকম পাবেন আপনি যদি জ্যাম রাস্তায় চালান বা খারাপ রাস্তায় চালান সেখানে আপনাকে বারবার ব্রেক মারতে হবে এর ফলে আপনার তেল একটু বেশি পড়বে আবার আপনি যদি একটানা এই স্কুটার থেকে চালান যেখানে ট্রাফিক কম সেখানে চালালে আপনি একটু মাইলে বেশি পাবেন আমি আমার নিজের অভিজ্ঞতা অনুযায়ী এটাই বলতে চাই যে গাড়ির মাইলেজ অনেকটাই ডিপেন্ড করে আমরা গাড়ি কিরকম রাস্তায় চালাই তার ওপর।

আর একটি সত্যি কথা আমি আপনাকে বলছি যে এই গাড়ির আরো অনেক কিছু ফিচারস আছে। আমি সব বললাম না শুধু যেগুলি বিশেষ করে আমরা গাড়ি কিনতে গেলে দেখি সেগুলি বললাম। এইজন্য আমি আপনাকে বলছি আপনি যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নিয়েন কিন্তু আমি আশা করি যে আমি যে যে তথ্যগুলো আপনাকে দিয়েছি সেগুলি হয়তো আপনার সহায়তা করবে।

আমার মতামত

আমার নিজের অভিজ্ঞতার অনুযায়ী আমি এটাই বলতে চাই আপনাকে আপনি যদি কম বাজেটের মধ্যে একটি স্টাইলিশ ও আধুনিক ফিচারস যুক্ত একটি স্কুটার খুঁজছেন যেটি আপনি আপনার দৈনন্দিন কাজের জন্য ব্যবহার করতে চান যেরকম অফিসে যাওয়া, বাজারে যাওয়া, কলেজে যাওয়া এরকম বিভিন্ন কাজের জন্য তো এই স্কুটারটি আপনি অবশ্যই একবার দেখতে পারেন হয়তো আপনি যেরকম খুঁজছেন এই স্কুটারটি সেই রকমই, হয়তো আপনার পছন্দের সঙ্গে মিলে যেতে পারে।

ডিসক্লেইমার

আপনি উপরের যে লেখাগুলি পড়লেন এই সমস্ত তথ্য আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এবং কিছুটা অফিশিয়াল সোর্স থেকে জেনে আপনাকে বললাম। আপনার এরিয়ায় হয়তো এই গাড়িটির দাম ও ফিচারস একটু আলাদা হতে পারে কারণ দাম ও ফিচারস সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়। কারণ কোম্পানি কিছু না কিছু আপডেট করেই চলেছে তাই আপনার কাছে আমার একটাই অনুরোধ আপনি যদি গাড়িটি কেনার কথা ভাবেন তো সেই মুহূর্তে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অথবা আপনার বাড়ির কাছাকাছি যদি কোন শোরুম থাকে সেখানে গিয়ে এই গাড়িটির বর্তমান দাম ও ফিচারস সমস্ত কিছু ভালো করে জেনে নিয়ে তারপরে কিনবেন। আমি কিন্তু আপনাকে কেনার জন্য কোন জোর করছি না কেনাটা আপনার ব্যক্তিগত ব্যাপার আরেকটি কথা আমি কোন কোম্পানির হয়ে কিন্তু লিখছি না আমি শুধু আপনাদের কাছে চাই সঠিক তথ্য দিতে সেই জন্যই আমি এই কনটেন্টি লিখেছি।

Post a Comment

0 Comments