Vivo আনল দুটি নতুন 5G স্মার্টফোন চীনে – বাজেট রেঞ্জে দুর্দান্ত চমক
Vivo আবারও স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে এল। চিনে লঞ্চ হয়েছে Vivo-র দুটি নতুন 5G ফোন – Vivo Y50 5G এবং Vivo Y50m 5G। বাজেট রেঞ্জে এই ফোন দুটি দারুণ স্পেসিফিকেশন নিয়ে এসেছে, যেখানে থাকছে 6000mAh ব্যাটারি, সর্বোচ্চ 12GB RAM, বড় ডিসপ্লে আর ফাস্ট চার্জিং সুবিধা।
দাম ও রঙের ভ্যারিয়েন্ট
এই ফোনটি এখনো আমাদের ভারতে লঞ্চ করেনি এই ফোনটি সবাই মাত্র চিনে লঞ্চ করেছে তাই আমি আপনাকে চীনে এই মোবাইলটির দাম কত সেটি বলছি। চীনে Y50 5G-এর প্রাথমিক দাম রাখা হয়েছে ১১৯৯ ইউয়ান, যা আমাদের ভারতীয় মুদ্রায় প্রায় ₹১৪,৪০০ এবং Y50m 5G-এর দাম রাখা হয়েছে ১৪৯৯ ইউয়ান, অর্থাৎ আমাদের ভারতীয় টাকায় এর দাম প্রায় ₹১৮,০০০। এত হল দামের কথা, এবার বলবো আমি আপনাদেরকে এই ফোন দুটির রং এর ব্যাপারে। এই ফোন দুটি তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে – প্ল্যাটিনাম হোয়াইট, স্কাই ব্লু এবং ডায়মন্ড ব্ল্যাক।
আরো পড়ুন: https://babaiigl.blogspot.com/2025/07/realme-14-pro-lite-review-price-specs-bangla.html
RAM ও স্টোরেজের পার্থক্য RAM
কনফিগারেশনে দুই মডেলের মধ্যে কিছুটা পার্থক্য আছে – Y50 5G শুরু হচ্ছে 4GB RAM থেকে, অন্যদিকে Y50m 5G শুরু হচ্ছে 6GB RAM ভ্যারিয়েন্ট দিয়ে। তবে দুটো ফোনেই সর্বোচ্চ 12GB পর্যন্ত LPDDR4x RAM আর 256GB পর্যন্ত স্টোরেজ দেওয়া হয়েছে। অধিকাংশ ভ্যারিয়েন্টে UFS 2.2 স্টোরেজ ব্যবহৃত হয়েছে, শুধু 6GB RAM ও 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আছে eMMC 5.1 স্টোরেজ।
পারফরম্যান্স ও প্রসেসর
পারফরম্যান্সের জন্য দুটি ফোনেই ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6300 প্রসেসর, যা এই বাজেট রেঞ্জে যথেষ্ট ভালো পারফরম্যান্স দিতে সক্ষম।
ডিসপ্লে ও ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স
ডিসপ্লে সেকশনে আছে 6.74 ইঞ্চির বড় LCD স্ক্রিন, যার রেজোলিউশন 1600 x 720 পিক্সেল। স্ক্রিনে থাকছে 90Hz রিফ্রেশ রেট, ফলে ইউজার এক্সপেরিয়েন্স হবে আরও স্মুথ।
ক্যামেরা সেটআপ
আমরা যখনই নতুন কোন ব্যাপারে শুনি তখনই আমাদের সবচেয়ে বেশি জানার বিষয় যেটা থাকে সেটা হলো এই ফোনে ক্যামেরা। চলুন আমি আপনাকে এবার এই ফোনটির ক্যামেরা সম্পর্কে বলব। ক্যামেরার দিক থেকে দুই ফোনের পিছনে থাকছে 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর সামনে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। LED ফ্ল্যাশের সাথেই মিলছে ফটোগ্রাফি সুবিধা।
ব্যাটারি ও চার্জিং সুবিধা
ব্যাটারির দিক থেকে সবচেয়ে বড় আকর্ষণ 6000mAh-এর বিশাল ব্যাটারি, যেটি 44W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে খুব দ্রুত চার্জ হয়ে যাবে ফোন, আর লম্বা সময় ব্যাকআপ দেবে।
অন্যান্য ফিচার ও কানেক্টিভিটি
ফোন দুটিতে থাকছে IP64 রেটিং, মানে জল আর ধুলো থেকে ফোন থাকবে সুরক্ষিত। সফটওয়্যারের দিক থেকে চলে ফোনগুলি Origin OS 5-এ। কানেক্টিভিটির জন্য দেওয়া হয়েছে ডুয়েল সিম 5G, ব্লুটুথ 5.4, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, GPS, USB Type-C পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক।
ভারতে লঞ্চ নিয়ে আপডেট
চিনের বাজারে এই ফোন দুটি ইতিমধ্যেই বেশ সাড়া ফেলেছে। এখন দেখার বিষয় এই ফোন দুটি কবে ভারতে আসে। তবে যারা বাজেট রেঞ্জে শক্তিশালী ব্যাটারি, ভালো RAM আর 5G ফোন খুঁজছেন, তাদের জন্য এটা নিঃসন্দেহে একটা দারুণ অপশন হয়ে উঠতে পারে।
0 Comments