Redmi Note 7 Pro vs Realme 3 Pro: কোনটা ভালো?
যদি আপনি Redmi Note 7 Pro আর Realme 3 Pro এই দুইটা ফোনের মধ্যে কোনটা ভালো হবে সেটা নিয়ে ভাবছেন, তাহলে আমি আপনাকে একেবারে সহজ করে বলি, এই দুইটা ফোনই ২০১৯ সালে খুবই হিট ছিল বাজেট সেগমেন্টে, কিন্তু কোনটা আপনার জন্য পারফেক্ট হবে সেটা একটু খেয়াল করে বুঝতে হবে। আমি এখন আপনাকে এই দুটি ফোনের ভালো এবং খারাপ গুলি বলবো আপনি বিচার করলেই বুঝতে পারবেন কোন ফোনটি আপনার জন্য সঠিক। কারণ দুটি ফোনই নিজের জায়গাতে একদম ঠিক।
Redmi Note 7 Pro ফোনটাতে আপনি পাবেন ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, যেটা সেই সময়ে প্রথমবারের মতো এত কম দামে দেওয়া হয়েছিল, সাথে ৫ মেগা পিক্সেল ডেপথ সেন্সর, আর সামনে ১৩ মেগা পিক্সেল ক্যামেরা, ক্যামেরা কোয়ালিটি খারাপ না, তবে লাইট ভালো থাকতে হবে, আর এই ফোনটার পিছনের গ্লাস ফিনিশ ডিজাইনটা অনেক প্রিমিয়াম লাগে দেখতে, সামনে পিছনে গরিলা গ্লাস ৫ প্রোটেকশনও আছে, তাই হাতে নিলেই একটা প্রিমিয়াম ফিল আসে, সাথে প্রসেসর হিসেবে Snapdragon 675 দেওয়া হয়েছে, যেটা ডেইলি ইউজ আর মিডিয়াম লেভেলের গেমিংয়ের জন্য একদম ঠিকঠাক, তবে চার্জিং একটু স্লো, ব্যাটারি ৪০০০ এমএএইচ হলেও ফুল চার্জ হতে টাইম লাগে।
অন্যদিকে Realme 3 Pro ফোনটা যদি দেখেন তাহলে ওখানে ১৬+৫ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা, কিন্তু ফ্রন্ট ক্যামেরা ২৫ মেগা পিক্সেল, যারা সেলফি পছন্দ করেন তারা এই ফোনটাকে বেশি পছন্দ করবেন, আর এর Snapdragon 710 প্রসেসরটা গেমারদের জন্য বেশ ভালো, PUBG, Free Fire বা Asphalt খেললেও সমস্যা হয় না, সাথে 4045 এমএএইচ ব্যাটারি আর VOOC ফাস্ট চার্জিং সাপোর্ট থাকায় খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যায়, যেটা Redmi Note 7 Pro থেকে অনেকটাই ভালো, তবে ডিজাইন সাদামাটা, প্লাস্টিক ফিনিশ পেছনে, হাতে নিলে তেমন একটা প্রিমিয়াম লাগে না, কিন্তু যারা ফিচার দিয়ে ফোন বিচার করেন তারা এটাকে বেশি পছন্দ করবেন।
তো সবমিলিয়ে যদি আপনার প্রাধান্য হয় ভালো ক্যামেরা আর সুন্দর ডিজাইন, আরেকটু স্টাইলিশ ফোন, তাহলে Redmi Note 7 Pro নিতে পারেন, আর যদি আপনি চান একটু ফাস্ট ফোন, ভালো গেমিং পারফরম্যান্স, ফাস্ট চার্জিং আর সেলফি ভালো তুলতে চান তাহলে চোখ বন্ধ করে Realme 3 Pro নিতে পারেন, দুইটাই ভালো ফোন, কিন্তু আপনি কী চান তার ওপর নির্ভর করবে কোনটা আপনার জন্য সেরা।
0 Comments