NCVT MIS Admit Card 2025 লিংক: এনসিভিটি এমআইএস আইটিআই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, এই তারিখগুলিতে হবে পরীক্ষা
স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ মন্ত্রণালয়ের তরফ থেকে এনসিভিটি আইটিআই পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। আপনি এবং আপনার মত পরীক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট ncvtmis.gov.in থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। এবারের পরীক্ষা ২৮ জুলাই থেকে ১৭ আগস্ট ২০২৫ পর্যন্ত চলবে।
পরীক্ষার বিস্তারিত সময়সূচি
ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCVT)-এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (MIS) আইটিআই পরীক্ষার ২০২৫ সালের অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য উপলব্ধ। আপনি অথবা আপনার নিজের পরিচিতির মানুষ যদি এই পরীক্ষায় বসবেন, তাহলে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে (ncvtmis.gov.in) অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
কবে হবে কোন পরীক্ষা?
NCVT আগেই পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে। সেই অনুযায়ী, প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে ১৫ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত। এরপর থিওরি পরীক্ষা শুরু হবে ২৮ জুলাই থেকে এবং শেষ পরীক্ষা হবে ১৭ আগস্ট ২০২৫ তারিখে। সব পরীক্ষা কম্পিউটার ভিত্তিক (CBT) পদ্ধতিতে নেওয়া হবে। পরীক্ষা শেষ হলে উত্তরপত্র মূল্যায়নের পর ফল প্রকাশ করা হবে। ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ আগস্ট ২০২৫।
কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন?
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান – ncvtmis.gov.in
২. হোমপেজে গিয়ে “Training” অপশনে ক্লিক করুন, তারপর “Trainee Profile” সিলেক্ট করুন।
৩. এরপর নতুন পাতায় আপনার রেজিস্ট্রেশন নম্বর, বাবার নাম, জন্ম তারিখ ও ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন।
৪. তারপর আপনার অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন। এরপর আপনি আপনার এডমিট কার্ডটি ডাউনলোড করে নিন ডাউনলোড হয়ে গেলে এডমিট কার্ডটির একটি প্রিন্ট আউট বের করে নেবেন।এটির প্রিন্ট আউট বের করতে বললাম কারণ এটি আপনার পরীক্ষার সময় দরকার হবে।
পরীক্ষার সময় এটি লাগবেই
আপনারা যারা পরীক্ষা দেবেন তাদেরকে যে কথাটি মনে রাখতে হবে সেটি হল পরীক্ষা হলে আপনাকে আপনার নিজস্ব অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। এডমিট কার্ড যদি না নিয়ে যান তো আপনাকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না, এর ফলে আপনি পরীক্ষা দিতে পারবেন না। এর জন্য আমি আপনাকে বলছি যে আপনি যেদিন পরীক্ষা দিতে যাবেন সেদিন মনে করে আপনার এডমিট কার্ডটি সঙ্গে করে নিয়ে যাবেন। আরেকটি কথা পরীক্ষাসংক্রান্ত অন্যান্য তথ্য অফিসিয়াল ওয়েবসাইট অথবা অ্যাডমিট কার্ডেই পাওয়া যাবে।
0 Comments