Honda Shine 100: মাত্র ₹৬৪,৯০০ টাকায় ভরসার সস্তা বাইক, মাইলেজ ৭০kmpl!
আজকাল বাইক কেনা মানে শুধু গাড়ি কেনা নয়, সেটা একটা দরকার, একটা দায়িত্ব, অনেকের জন্য তো স্বপ্নও। কিন্তু সেই বাইকটা যদি হয় এমন — যেটা দেখতে ভালো, চালাতে আরাম, মাইলেজে দারুণ, আর দামেও সাধ্যের মধ্যে — তাহলে তো কথাই নেই! Honda Shine 100 একদম ঠিক সেইরকম একটা বাইক।
এই বাইকটা তৈরি হয়েছে সাধারণ মানুষের কথা মাথায় রেখে। যাঁরা রোজগার করেন সীমিত টাকায়, যাঁরা চান এমন একটা বাইক যেটা চালিয়ে অফিস যাওয়া যাবে, কলেজ যাওয়া যাবে, আবার মাঝে মাঝে পরিবারকে নিয়েও একটু ঘোরা যাবে — তাঁদের জন্য Shine 100 একদম পারফেক্ট চয়েস।
এই বাইকের দাম কত?
Honda Shine 100-এর এক্স-শোরুম প্রাইস মাত্র ₹69,171। মানে ৭০ হাজার টাকার নিচে আপনি পেয়ে যাচ্ছেন Honda-এর মতো কোম্পানির তৈরি একটা বাইক। এতে করে যারা কম বাজেটে একটা ভালো বাইকের খোঁজে ছিলেন, তাঁদের জন্য এটা এক কথায় “সোনায় সোহাগা”।
দেখতে কেমন এই বাইক?
Shine 100 দেখতে খুব বেশি ঝাঁ-চকচকে না, বরং খুবই সাধারণ আর পরিশীলিত। যারা চটকদার বাইকের বদলে একটা সিম্পল লুক পছন্দ করেন, তাঁদের এই বাইক বেশ ভালো লাগবে। এর ফুয়েল ট্যাঙ্কটা সুন্দর টিয়ার ড্রপ আকৃতির, সিটটা লম্বা ও একটানা বসে চালানোর মতো আরামদায়ক। পিছনে শক্ত গ্র্যাব রেল আছে, যেটা যাত্রীদের জন্য বেশ নিরাপদ।
এই বাইকটা পাঁচটা রঙে পাওয়া যায় — কালো বেস রঙের ওপর লাল, নীল, সবুজ, সোনালি আর ধূসর স্ট্রাইপ। দেখতে শান্ত, চোখে লাগে ভালো।
ইঞ্জিন কেমন? পারফরম্যান্সে কেমন?
Shine 100-এ রয়েছে ৯৮.৯৮cc-এর BS6 ইঞ্জিন, যেটা ৭.২৮ bhp পাওয়ার আর ৮.০৪ Nm টর্ক দিতে পারে। এই ইঞ্জিনটার সাউন্ড ও বেশি না, কম এবং মিষ্টি এবং স্মুথ চলে। যারা প্রতিদিন এর কাজে ব্যবহার করতে চান তাদের জন্য এই গাড়িটি একদম পারফেক্ট আবার যারা অফিসে যান তাদের জন্য এটা পারফেক্ট আবার আপনি এই গাড়িটাকে নিয়ে বাজারে যেতে পারেন তার মানে হলো আপনি আপনার দৈনন্দিন জীবনে যা যা কাজ রয়েছে সমস্ত কাজ আপনি এই বাইকের সহযোগিতায় খুব ভালো ও খুব সহজেই করতে পারবেন। এটিতে ফোর স্পিড গিয়ার বক্স আছে সেই জন্য আপনি আপনার সুবিধা অনুযায়ী গিয়ার চেঞ্জ করতে পারবেন এবং খুব স্মুদলি গিয়ার চেঞ্জ হয়। যারা যারা নতুন বাইক চালানো শিখেছে তাদের জন্য এই বাইকটা খুবই উপযোগী হবে কারণ এটি খুব সহজেই চালানো যায়। এবং এটাতে আছে OBD 2 প্রযুক্তি, যার ফলে বাইক নিজের ইমিশন বা ধোঁয়ার মান মনিটর করতে পারে — মানে পরিবেশ বান্ধবও।
মাইলেজ কত পাওয়া যায়?
এই বাইক যারা চালাচ্ছেন তারা বলেছেন যে এই গাড়িটি মোটামুটি এক লিটার তেল ভরলে ৬৫ থেকে ৭০ কিলোমিটার অবধি চলে। এই বাইকটার মধ্যে যে ফুয়েল ট্যাঙ্কটা আছে তাতে ন লিটার পেট্রোল ধরে তার মানে আপনি যদি ফুল টেংকে তেল ভরেন তাহলে আপনি মিনিমাম ৪০০ থেকে ৫০০ কিলোমিটার পর্যন্ত যাতায়াত করতে পারবেন এই বাইক নিয়ে। তাহলে এক কথায় বলা যেতে পারে এই বাইকটি গরীব মানুষের জন্য একদম পারফেক্ট বাইক যারা কম টাকায় বাইক কিনে তাদের প্রতিনিয়ত কাজের ক্ষেত্রে এবং পরিবারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া ইত্যাদি কাজে ব্যবহার করতে চায় তাদের জন্য।
ফিচার বলতে যা আছে, সব দরকারি
এই বাইকে আপনি পাবেন টুইন পড এনালগ মিটার। এখানে স্পিডোমিটার, ওডোমিটার, ফুয়েল গেজ, নিউট্রাল লাইট আর চেক ইঞ্জিন লাইট সবই রয়েছে। ডিজিটাল স্ক্রিন নেই ঠিকই, কিন্তু ব্যবহারকারীদের জন্য যা দরকার, সব আছে।
কম্বি ব্রেকিং সিস্টেম (CBS) থাকার ফলে ব্রেক করলে দুই চাকায় একসঙ্গে প্রভাব পড়ে, যা রাইডিংকে আরও সুরক্ষিত করে। তাহলে আপনি বুঝতেই পারছেন কোম্পানি ফিচারসের দিক থেকেও সেরকম কৃপণতা করেনি। এই বাইকটার ওজন মাত্র ৯৯ কেজি। অন্য সব বাইকের ওজনের তুলনায় এই বাইকটা মোটামুটি হালকা। এই বাইকটি হালকা হওয়াতে যারা যারা নতুন বাইক চালানো শিখেছেন তারা খুব সহজ ভাবেই এই গাড়িটি চালাতে পারবেন। আপনিও যদি নতুন বাইক চালানো শিখেন আর আপনি ও এরকম বাইক খুঁজছেন যেটি আপনি খুব সহজেই চালাতে পারবেন তাহলে তো কোনো কথাই নেই
Hero Splendor বা Platina-এর মতো বাইকের সাথে কী পার্থক্য?
অনেকে হয়তো ভাবছেন যে, বাজারে তো Hero Splendor Plus, Bajaj Platina বা TVS Radeon এর মতো অনেক বাইক আছে, তাহলে Shine 100 কেন নেব? উত্তরটা খুব সোজা, যেমন Shine 100-এ আপনি Honda-র ভরসা পাচ্ছেন, দামেও কম পাচ্ছেন, ডিজাইনও সোজাসাপ্টা আর মাইলেজে কোনো কমতি নেই।
এই বাইক কাদের জন্য সবচেয়ে ভালো?
১. যাঁরা অফিসে রোজ যাতায়াত করেন
২. কলেজ পড়ুয়া ছেলে-মেয়েরা
৩. গ্রামে বা শহরে যাঁরা হালকা কাজে বাইক চালান
৪. যাঁরা বাইকে প্রথমবার হাত দিচ্ছেন
৫. এবং যাঁরা চান কম খরচে ভালো মানের গাড়ি
সার্ভিস ও মেইনটেন্যান্স কেমন?
Honda-র সার্ভিস নেটওয়ার্ক সারা ভারত জুড়ে ছড়িয়ে আছে। তারমানে আপনার কোন সমস্যাই হবে না এই গাড়ির পার্টস পেতে ও সার্ভিসে জন্য। এই গাড়িটির মেইনটেন্যান্স খরচও একদমই কম।
তার মানে অন্যসব গাড়ির তুলনায় এই গাড়িটি আপনাকে মেন্টেনেন্স এর দিক থেকেও কম খরচ করাবে।
শেষ কথা, Shine 100 কেন কিনবেন?
Honda Shine 100 এমন একটা বাইক, যেটা আপনি নির্ভর করে কিনতে পারেন। দাম সাধ্যের মধ্যে, চালাতে আরাম, মাইলেজ দারুণ, দেখতে ভালো, আর Honda-র ভরসা তো আছেই।
যদি আপনি একটা সাধারন, টেকসই, কম খরচের বাইকের খোঁজে থাকেন তাহলে Shine 100 বাইকটি একবার হলেও যাচাই করে দেখতে পারেন।
ডিসক্লেইমার
এই প্রতিবেদনে উল্লিখিত দাম, মাইলেজ ও অন্যান্য তথ্য বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং তা সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। বাইক কেনার আগে আপনার নিকটবর্তী শোরুম বা অফিসিয়াল ওয়েবসাইট থেকে সঠিক তথ্য যাচাই করে নিন। আমার উদ্দেশ্য শুধু আপনাদেরকে তথ্য প্রদান করা, এটি কোনও বাণিজ্যিক পরামর্শ নয়।
0 Comments