Honda QC1: ৯০ হাজার টাকায় স্মার্ট ইলেকট্রিক স্কুটার, একবার চার্জে চলবে ৮০ কিলোমিটার
আজকালকার দিনে একটা নিজের স্কুটার থাকা খুব দরকার হয়ে পড়েছে। সকালবেলা অফিসে যাওয়া, বিকেলে বাজারে যাওয়া, কখনও কলেজ, আবার কখনও বন্ধুদের সঙ্গে আড্ডা — এসব সামলাতে একটা গাড়ি দরকার যেটা চালাতে সহজ, খরচ কম আর দেখতে স্মার্ট। এই চাহিদাগুলো মাথায় রেখে Honda নিয়ে এসেছে তাদের নতুন ইলেকট্রিক স্কুটার QC1, যা এখন অনেকের নজর কেড়ে নিচ্ছে।
দাম আর প্রথম ইমপ্রেশন
Honda QC1-এর দাম শুরু হচ্ছে প্রায় ৯০ হাজার টাকার কাছাকাছি (এক্স-শোরুম)। এখন অনেকেই ভাবছেন, দামে তো একটু বেশি লাগছে, কিন্তু যখন আপনি এর ফিচার আর ইউজ দেখবেন তখন বুঝবেন, এটা আসলে অনেকদূর এগিয়ে থাকা একটা স্কুটার। একবার কিনলে বারবার ভাবতে হবে না। দামটা একটু হলেও, চলতি দিনের ইলেকট্রিক স্কুটারের ভিড়ে এটা ঠিক জায়গা করে নিতে পারবে।
ব্যাটারি আর চার্জিং নিয়ে কোন ঝামেলা নেই
Honda QC1-তে আছে 1.5kWh-এর ব্যাটারি, যেটা পুরো ফিক্সড টাইপ। মানে এটা খুলে বার করা যায় না, তবে সেফ আর কমপ্যাক্ট। এই ব্যাটারিতে আপনি একবার ফুল চার্জ দিলে ৮০ কিলোমিটার পর্যন্ত রাইড পেয়ে যাবেন। যারা রোজ ১৫-২০ কিমি যাতায়াত করেন তাদের জন্য একদম পারফেক্ট।
চার্জিং টাইমও খুব একটা বেশি না। পুরো চার্জ হতে লাগে প্রায় ৪.৫ ঘণ্টা। মানে রাতের বেলা চার্জে বসিয়ে দিন, সকালে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন — একেবারে ঝামেলামুক্ত অভিজ্ঞতা। আর যারা মনে মনে ভাবছেন, লোডশেডিং হলে কী হবে — আজকাল অনেকেই ইনভার্টারে চার্জ দেন, তাই চিন্তা নেই।
টপ স্পিড একদম শহরের জন্য ঠিকঠাক
এই স্কুটারের টপ স্পিড ৫০ কিমি প্রতি ঘণ্টা। হ্যাঁ, কেউ কেউ বলতেই পারেন এটা একটু কম, কিন্তু শহরের ভিড় আর ট্র্যাফিকের জন্য এটা বেশ ভালোই। বেশি স্পিড থাকলে বরং বিপদ বাড়ে, আর Honda QC1 ঠিক সেই ভারসাম্য বজায় রেখেই তৈরি হয়েছে। স্কুল-কলেজ, অফিস, বাজার – সব জায়গায় এই স্পিডই যথেষ্ট।
দেখতে যেমন স্মার্ট, তেমনি হালকা-পাতলা
Honda QC1 দেখতে খুবই মডার্ন। অনেকটা প্রিমিয়াম লুক, কিন্তু খুব ভারী না। বরং হালকা, ছোটখাটো, সহজে ঘোরানো যায়, পার্কিংয়েও অসুবিধা নেই। সামনে আছে LED হেডলাইট, যার আলো রাতেও পরিষ্কার দেখাবে।
স্কুটারের মধ্যে একটা ৫ ইঞ্চির LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটাতে আপনি স্পিড, ব্যাটারি পার্সেন্টেজ, রাইডিং মোড — সব দেখতে পাবেন। এগুলোর মধ্যে কিছুই জটিল না, একবার দেখলেই বুঝে যাবেন কী কী দেখাচ্ছে।
আর হ্যাঁ, একটা USB টাইপ-C চার্জার পোর্টও আছে, মানে ফোন চার্জ দেওয়া যাবে স্কুটার থেকেই — এটাও অনেক কাজে লাগে, কারণ রাস্তার মধ্যে ফোনের চার্জ শেষ হওয়া খুব সাধারণ ব্যাপার।
রাইডিং মোড আছে, নিজের মতো করে চালান
Honda QC1-তে আছে দুটো আলাদা রাইডিং মোড — একটা নরমাল, আর একটা পাওয়ার মোড। আপনি চাইলে ব্যাটারি বাঁচাতে নরমাল মোডে চালাতে পারেন, আবার যদি একটু দ্রুত যেতে চান বা রাস্তা খালি থাকে, তাহলে পাওয়ার মোডে দিলেই গাড়ি আরও স্মুদ চলে।
এই অপশনগুলো রাইডিং এক্সপেরিয়েন্সকে অনেক মজাদার করে তোলে। বিশেষ করে যারা একটু আধটু গাড়ি চালানো জানেন না বা নতুন চালাচ্ছেন, তাদের জন্য এই মোডগুলো খুব কাজের।
আরো পড়ুন: https://babaiigl.blogspot.com/2025/07/rajdoot-350-2025-review-bangla.html
সাসপেনশন আর ব্রেক – আরামে আর সেফটিতে কোন কমতি নেই
এটা খুব জরুরি জিনিস – রাস্তায় চালানোর সময় আরাম আর সেফটি যদি ঠিক না থাকে, তাহলে গাড়ি চালানো কষ্টকর হয়ে যায়।
Honda QC1-তে সামনে টেলিস্কোপিক সাসপেনশন আর পিছনে ডুয়াল স্প্রিং সাসপেনশন আছে। মানে যদি রাস্তা একটু গর্ত-টর্ত থাকে, বা ঢিবি থাকে, তখনও স্কুটার খুব একটা ধাক্কা দেয় না।
ব্রেকিং সিস্টেমেও Honda যথেষ্ট খেয়াল রেখেছে। সামনে আর পিছনে দুই চাকার জন্যই ড্রাম ব্রেক দেওয়া আছে, আর এর সাথে কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম (CBS) – মানে আপনি একদিকের ব্রেক চাপলেও দুটো চাকাতেই ব্রেক কাজ করবে। এটা খুব দরকারি, কারণ হঠাৎ ব্রেক মারার সময় এতে স্কুটার স্লিপ করে না।
চাকা আর হুইল – স্ট্যাবিলিটির জন্য সেরা কম্বিনেশন
QC1-এ সামনে দেওয়া হয়েছে ১২ ইঞ্চির চাকা আর পিছনে ১০ ইঞ্চির। অনেকে ভাবতে পারেন কেন সামনেরটা বড়? কারণ এতে রাইডিং আরও স্ট্যাবল হয়, টার্ন নিতেও সুবিধা হয়, আর ছোটখাটো রাস্তা পার করতেও সমস্যা হয় না।
এই কম্বিনেশনটা Honda খুব ভালোভাবে মিলিয়েছে, যাতে চালকের কন্ট্রোল থাকে পুরো গাড়ির উপর। যেটা বিশেষ করে নতুন চালকদের জন্য দরকারি।
পকেটের উপরে চাপ পড়বে না, মাসে খরচ মাত্র তিনশো
এই স্কুটারটা কেনার পর আপনার পেট্রোল খরচ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কারণ এটা ফুল ইলেকট্রিক, আর চার্জ দিতে খরচ পড়ে মাত্র ১০-১৫ টাকা। ধরুন মাসে ২০ বার চার্জ দিলেন, তাহলেই মোট খরচ মাত্র ৩০০ টাকার মতো।
এই খরচ পেট্রোল স্কুটারে হলে হাজার টাকা পার হয়ে যেত। তাই যারা মাসে বেশি খরচ করতে চান না, তাদের জন্য Honda QC1 একটা লং-টার্ম সেভিংসও বলা যায়।
কারা কিনবেন এই স্কুটার?
এই স্কুটারটা যাদের জন্য একেবারে পারফেক্ট—
১. যাঁরা রোজ কলেজ বা অফিসে যান
২. যাঁদের প্রথম গাড়ি কিনতে ইচ্ছে করছে
৩. যারা ইলেকট্রিক গাড়ি ট্রাই করতে চান
৪. যাঁদের বাড়িতে একাধিক লোক চালাতে পারে
৫. যাঁরা কম খরচে বেশি সুবিধা চান
এই গাড়ি মেয়েরা খুব সহজেই চালাতে পারবেন, কারণ এটা হালকা, ছোটখাটো আর ক্লাচ-গিয়ার নেই। বুড়োদের জন্যও সহজ, যারা একটু হালকাভাবেই যাতায়াত করতে চান।
কোথায় পাওয়া যাবে, আর কিছু দরকারি কথা
Honda QC1 এখন ধাপে ধাপে ভারতের অনেক শহরে লঞ্চ হচ্ছে। তাই কিনতে চাইলে কাছাকাছি কোনো Honda শোরুমে যোগাযোগ করতে হবে। স্কুটারের প্রাইস, অফার বা সাবসিডি — এগুলো রাজ্য অনুযায়ী আলাদা হতে পারে, তাই আগে যাচাই করে নেওয়াই ভালো।
শেষ কথা
যদি আপনি এমন একটা স্কুটার খুঁজে থাকেন যেটা সস্তা, স্টাইলিশ, স্মার্ট আর রোজকার ব্যবহারে খুবই ভরসাযোগ্য — তাহলে Honda QC1 অবশ্যই আপনার জন্য সেরা অপশন।
সেই পুরনো ধোঁয়া-ওঠা গাড়ির ঝামেলা ছেড়ে এবার সময় এসেছে একদম নতুন, পরিবেশবান্ধব ইলেকট্রিক স্কুটার চালানোর। Honda QC1 শুধু একটা স্কুটার না, এটা আপনার রোজকার জীবনের সঙ্গী হয়ে উঠতে পারে — খুব সহজেই।
ডিসক্লেমার
এখানে লেখা সব তথ্য Honda-এর অফিসিয়াল ওয়েবসাইট ও অন্যান্য বিশ্বস্ত সোর্স থেকে নেওয়া হয়েছে। গাড়ি কেনার আগে অবশ্যই স্থানীয় ডিলারশিপে গিয়ে যাচাই করে নিন।
0 Comments