কলেজে যাতায়াতের জন্য ছেলেমেয়েকে কিনে দিন এই ৪টা ই-স্কুটার — দাম ₹৬০,০০০ টাকারও কম!
তোমার ছেলেমেয়ের কলেজে ভর্তি হয়ে গেছে, কিন্তু এখন ভাবছো কীভাবে ও প্রতিদিন যাতায়াত করবে? চিন্তা কোরো না, আজ আমি তোমাকে এমন ৪টা দারুণ ইলেকট্রিক স্কুটারের কথা বলবো, যেগুলো দেখতে ভালো, দামেও সাশ্রয়ী আর নিরাপদও বটে। তবে একটা কথা মনে রাখবে — এই স্কুটারগুলো চালাতে হলে বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে।
চল তাহলে দেখে নেওয়া যাক এখনকার বাজারে থাকা সবচেয়ে জনপ্রিয় আর ভরসাযোগ্য ৪টা ই-স্কুটার:
১. Ola S1X
Ola-এর এই S1X মডেলটা তিনটি ব্যাটারি অপশনে পাওয়া যায় — 2kWh, 3kWh আর 4kWh। যদি 4kWh ভ্যারিয়েন্টটা নাও, তাহলে এক চার্জে প্রায় 242 কিমি (IDC রেঞ্জ) পর্যন্ত যেতে পারবে, আর টপ স্পিড পাবে 123 কিমি প্রতি ঘণ্টা। এর ডিজাইন খুবই স্টাইলিশ আর এতে রয়েছে 7kW এর একটা শক্তিশালী মোটর। কলেজ পড়ুয়াদের জন্য এটা একেবারে পারফেক্ট চয়েস।
২. TVS iQube
TVS iQube (2.2 kWh) দেখতে যেমন স্মার্ট, চালাতেও তেমন ভালো। টপ স্পিড 75 কিমি প্রতি ঘণ্টা, আর এক চার্জে চলে 212 কিমি পর্যন্ত। সবচেয়ে ভালো দিকটা হলো, মাত্র 2 ঘণ্টা 45 মিনিটে এটা ৮০% চার্জ হয়ে যায়। তুমি এটা পাবে তিনটা রঙে — পার্ল হোয়াইট, ওয়ালনাট ব্রাউন আর টাইটেনিয়াম গ্রে।
আরো পড়ুন: https://babaiigl.blogspot.com/2025/07/cfmoto-450mt-price-launch-india.html
৩. Ather Rizta
Ather-এর Rizta স্কুটারটা দারুণ একটা মডেল। এতে আছে 2.9 kWh আর 3.7 kWh — এই দুই ব্যাটারির অপশন। ছোট ব্যাটারিতে 123 কিমি, আর বড় ব্যাটারিতে 159 কিমি পর্যন্ত রেঞ্জ পাওয়া যায়। এর টপ স্পিড 80 কিমি প্রতি ঘণ্টা। চার্জ হতে সময় লাগে যথাক্রমে ৫ ঘণ্টা ৪৫ মিনিট আর ৪ ঘণ্টা ৩০ মিনিট। পারফরম্যান্স ভালো, তবে দামে একটু বেশি হতে পারে।
৪. Hero Vida VX2
তালিকার সবচেয়ে সস্তা ই-স্কুটার হলো Hero Vida VX2। তুমি চাইলে এটা ব্যাটারি ছাড়া কিনতে পারো, যার ফলে দাম অনেক কমে যাবে। তবে তখন ব্যাটারিটা তোমাকে রেন্টে নিতে হবে। এই স্কুটার দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যায় — VX2 Go আর VX2 Plus। VX2 Go-তে রেঞ্জ মেলে 92 কিমি আর টপ স্পিড 70 কিমি প্রতি ঘণ্টা। আর VX2 Plus-এ রেঞ্জ 142 কিমি আর টপ স্পিড 80 কিমি প্রতি ঘণ্টা।
শেষ কথা:
তুমি যদি চাও তোমার ছেলে বা মেয়ের কলেজ যাতায়াত ঝামেলা ছাড়া হোক, তাহলে এই স্কুটারগুলোর যেকোনো একটা বেশ ভালো চয়েস হবে। দামও বেশি না, আর দেখতে-চালাতে দুই দিক থেকেই দারুণ। আর হ্যাঁ, কিনতে যাওয়ার আগে তোমার এলাকার শোরুমে একবার খোঁজ নিয়ে নিও — হয়তো ভালো কোনো অফার বা ডিসকাউন্ট পেয়ে যেতে পারো!
ডিসক্লেইমার
এই প্রতিবেদনে উল্লেখিত ইলেকট্রিক স্কুটারগুলোর স্পেসিফিকেশন ও মূল্য তথ্য সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট ও বাজারজাত তথ্যের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। সময়ের সঙ্গে দাম বা ফিচারে পরিবর্তন হতে পারে। কেনার আগে স্থানীয় শোরুমে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
0 Comments