Ather Rizta: পরিবারের জন্য তৈরি সবচেয়ে বড়ো ও স্মার্ট ইলেকট্রিক স্কুটার!
যখন এমন একটা স্কুটারের কথা আসে যা আপনার পুরো পরিবারের প্রয়োজনগুলো বুঝতে পারে, তখন Ather Rizta এক দারুণ অপশন হিসেবে সামনে আসে। এটি Ather Energy-র প্রথম ফ্যামিলি-ওরিয়েন্টেড ইলেকট্রিক স্কুটার, যা শুধুমাত্র স্টাইল আর পারফরম্যান্সে নয়, বরং বড় সাইজ আর আধুনিক ফিচারস-এর সঙ্গে প্রতিদিনের রাইডকে অত্যন্ত আরামদায়ক করে তোলে। আপনিও যদি ঠিক এরকমই ধরনের একটি স্কুটারের কথা ভাবছেন অথবা খুজছেন তাহলে Ather Rizta স্কুটারটি একবার অবশ্যই দেখতে পারেন। হয়তো আপনার পছন্দের সঙ্গে মিল খেয়ে যাবে।
যখন রেঞ্জ আর পারফরম্যান্স দুইই দরকার হয়
আপনি এই স্কুটারটি দুটি মডেলের পাবেন একটি হচ্ছে S আর একটি হচ্ছে Z।S ভেরিয়েন্ট এ 2.9 kwh ব্যাটারি দেওয়া হয়েছে আর এই ব্যাটারিটি আপনি ফুল চার্জ দিলে 105 কিলোমিটার পর্যন্ত রাস্তা চালাতে পারবেন স্কুটারটিকে। আর যে Z ভেরিয়েন্ট আছে সেটি আবার আপনি দুটো অপশনে পাবেন একটিতে 2.9 kwh ব্যাটারি এবং আরেকটিতে ৩.৭ কে ডাব্লু এইচ ব্যাটারি আছে। যেটিতে ৩.৭ কে ডাব্লু এইচ ব্যাটারি আছে সেটিকে আপনি যদি ফুল চার্জ করেন তাহলে সেই চার্জে আপনি ১২৫ কিলোমিটার রাস্তা যেতে পারবেন। এই স্কুটারটির টপ স্পিড হলো 80kmph।বিশেষ বিষয় হলো এতে IP67 রেটেড ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৫ বছর বা ৬০,০০০ কিমি ওয়ারেন্টির সঙ্গে আসে।
স্মার্ট ও আধুনিক ফিচারসে ভরা
Rizta Ather Rizta-তে ‘ম্যাজিক টুইস্ট’ নামের একটি অসাধারণ ফিচার আছে যার সাহায্যে ব্রেক না চাপিয়ে, শুধুমাত্র থ্রটল ঘুরিয়ে স্কুটারের গতি কন্ট্রোল করা যায়। অর্থাৎ আপনি থ্রটল ঘুরালেই আপনার স্কুটার থেমে যাবে ব্রেক মারতে হবে না। এছাড়াও এতে রিভার্স মোড, অটো হোল্ড, Ath Skid Control (ট্র্যাকশন কন্ট্রোল), আর রাইড করার সময় ওয়্যারলেস হেলমেট চার্জিং-এর মতো আধুনিক প্রযুক্তি দেওয়া হয়েছে। Z ভেরিয়েন্টে আপনি ৭ইঞ্চির একটি রঙিন TFT ডিসপ্লে পাবেন যা Bluetooth আর ন্যাভিগেশন সাপোর্ট করে। এক কথায় বললে এই স্কুটারটি আধুনিক সমস্ত ফিচারস এর দিক থেকেও কোন কমতি রাখেনি।
ডিজাইন আর স্টোরেজেও সবার উপরে
Ather Rizta স্কুটারটির বক্সি ডিজাইন একে সবচেয়ে বড় একটি ইলেকট্রিক স্কুটার বানিয়েছে। এতে একটি 900mm এর লম্বা সিট আছে আর 34 লিটারের আন্ডারসিট স্টোরেজ আছে যার জন্য এই স্কুটারটি পরিবারের জন্য একদম পারফেক্ট হয়ে উঠেছে। এছাড়া আপনি এই স্কুটারটির সামনে 22 লিটারের অতিরিক্ত স্টোরেজ (ফ্রংক) পাবেন, যদি সব স্টোরেজ যোগ করে বলি তো আপনি এতে মোট ৫৬ লিটারের স্টোরেজ ক্যাপাসিটি পাবেন। এটাই হলো এর বিশেষত্ব কারণ বর্তমানে যত এরকম ধরনের স্কুটার রয়েছে তার মধ্যে এই স্কুটারটির স্টোরেজ সবচেয়ে বেশি।
দাম আর কালার অপশনেও দুর্দান্ত
সবকিছু জানার পর এখন আপনি ভাবছেন যে এই স্কুটারটির দাম কত হতে পারে তাইতো, হ্যাঁ এখন আমি আপনাকে এই স্কুটারটির দাম এবং এই স্কুটারটি আপনি কি কি রঙে পাবেন সেই সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিতভাবে বলব। এই Ather Rizta S স্কুটারটির দাম শুরু হয ১ লাখ ৩০ হাজার টাকা থেকে এবং Z ভেরিয়েন্টের যে স্কুটারটি আছে সেটির দাম শুরু হয় ১ লাখ ৪৩ হাজার টাকা থেকে। এই স্কুটারটির যে Z ভেরিয়েন্ট আছে সেটি আপনি সাতটি আকর্ষণীয় রঙে পাবেন, আর যে S ভেরিয়েন্ট আছে সেটি আপনি তিনটি রঙে পাবেন। এই স্কুটার ভারতীয় বাজারে Ola S1 এবং TVS iQube স্কুটারকে কঠিন টক্কর দেয়।
ডিসক্লেইমার
এই লেখায় দেওয়া তথ্য বিভিন্ন উৎসের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এই স্কুটারটির দাম ও ফিচারস সময়ের সঙ্গে সঙ্গে এবং জায়গা অনুসারে পরিবর্তন হতে পারে তাই স্কুটারটি কেনার আগে অনুগ্রহ করে আপনি কোম্পানির নিজস্ব ওয়েবসাইট এবং আপনার বাড়ির কাছাকাছি যে শোরুম রয়েছে সেখানে গিয়ে সেই মুহূর্তের বর্তমান দাম ও যাবতীয় ফিচারস একবার ভালো করে জেনে নিয়ে তারপরেই কিনবেন।
0 Comments