Header Ads Widget

Responsive Advertisement

আজকের মাছের বাজার দর: আমি আজকে কি কি মাছ কোন কোন দামে বিক্রি করলাম তার সমস্ত তথ্য

একটি বিশাল বোয়াল মাছ অ্যালুমিনিয়ামের থালায় রাখা, পাশে নীল ত্রিপল ও প্লাস্টিক চেয়ার দেখা যাচ্ছে
আমি যখন মাছ বিক্রি করতে যাই তখন আমার কাছে মোবাইল ফোন থাকে না তাই আমি আমার নিজস্ব কেনা মাছের ছবি দিতে পারিনি। আমি ফ্রি সাইট থেকে ছবিটি ডাউনলোড করে দিলাম।

আজকের মাছের বাজার দর: আমি আজকে কি কি মাছ কোন কোন দামে বিক্রি করলাম তার সমস্ত তথ্য

বাজার: আগরপাড়া

তারিখ: ১ আগস্ট ২০২৫

বন্ধুরা আজকে আমি আবার আপনাদের কে জানাতে এসেছি আজকের বাজারে মাছের দাম কত এবং আমি কি কি মাছ এনেছি এবং কি কি মাছ বিক্রি করেছি সমস্ত কিছু আপনাদের আমি এখন এক এক করে বলবো আশা করি আমার এই তথ্য থেকে আপনারা মাছের দাম অনুমান করতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমি এখন আপনাদেরকে আজকের বাজারে টাটকা মাছের দাম গুলি বলি। 

আজকে আমি এনেছিলাম বোয়াল মাছ, রুই মাছ, ভোলা মাছ (পদ্ম ভোলা), আর পাবদা মাছ । আমি টোটাল মাছ এনেছিলাম ২৮ কিলো একশ গ্রাম। বোয়াল মাছ ৫ কিলো ৫০০ গ্রাম, পাবদা মাছ ৪ কিলো, ভোলা মাছ ৬ কিলো, রুই মাছ ১২ কিলো ৬০০ গ্রাম। আমি কিন্তু এগুলো সব বরফের মাছের কথা বললাম কারণ আমি বরফের মাছ বেচি কিন্তু আমার এক বন্ধু আছে সে যেন তো মাছ বেঁচে তাই আমি জ্যান্ত মাছের দামও রোজ জানতে পারি তার থেকে।

বোয়াল মাছ: ২ কিলো ৩ ০০ ওজনের মাছ বিক্রি হয়েছে গোটা ২৬০ টাকা কিলো।

রুই মাছ: রুই মাছের দাম আজকে একটু বেশি ছিল রুই মাছের ওজন ছিল ১ কিলো ৫০০ গ্রাম থেকে ১ কিলো ৬০০ গ্রাম আজকে বিক্রি হয়েছে ২৬০ টাকা কিলো গোটা মাছ। রুই মাছ কিন্তু ডিম ছাড়া মাছ ছিল। আর ডিমওলা মাছও ছিল আমি আনিনি কিন্তু ডিমওয়ালা মাছ এক কিলো ৮০০ ওজনের মাছ বিক্রি হয়েছে ১৭০ টাকা কিলো গোটা।

পাবদা মাছ: ৬০ গ্রাম ৭০ গ্রাম ওজন এক একটা মাছের এটি বিক্রি হয়েছে ৩৮০ টাকা কিলো।

ভোলা মাছ: ভোলা মাছ অনেক রকমের হয় আমি আজকে এনেছিলাম পদ্ম ভোলা, যে মাছগুলোর মুখ একটু সরু হয় হয়। এক একটা মাছের ওজন ছিল ৫০০ গ্রাম ও ৬০০ গ্রাম এই মাছটি বিক্রি হয়েছে ৩২০ টাকা কিলো। ছোট গোলাম আজ ছিল আমি আনিনি কিন্তু ছোট যে ভোলা মাছগুলো ছিল ১০০ গ্রাম ১২০ গ্রাম ওজনের সেগুলি বিক্রি হবে ২৬০ টাকা কিলো আজকে।

আমি যে যে মাছগুলো আনিনি সেগুলো কি কি দামে বিক্রি হয়েছে।

আমি যে যে মাছগুলো আনিনি কিন্তু সেই সমস্ত মাছগুলির দাম আমি জানি কারণ আমি ঘুরে ঘুরে আগরপাড়া, সোদপুর ও বেলঘড়িয়ার বাজারের আশেপাশেই মাছ বিক্রি করি। সেই জন্য অন্য কি কি মাছ কি দামে বিক্রি হয়েছে সেগুলো আমি বলতে পারব।

জ্যান্ত রুই মাছ:১ কিলো ওজনের মাছ আড়াইশো টাকা কিলো। 

জ্যান্ত তেলাপিয়া মাছ: ১৫০ গ্রাম ও ২০০ গ্রাম সাইজের তেলাপিয়া মাছ বিক্রি হয়েছে ১৭০ টাকা কিলো 

জ্যান্ত বাটা মাছ: এক একটা মাছের ওজন হবে ৭০ গ্রাম ও ৮০ গ্রাম এই মাছগুলি বিক্রি হয়েছে আড়াইশো টাকা কিলো। 

এই যে জ্যান্ত মাছগুলি আমি দাম বললাম এগুলো আমার বন্ধু আমাদের লোকাল এরিয়ার থেকে নিয়ে আসে। কিন্তু এক এক জায়গায় অন্যরকম দাম হতে পারে যদিও দামে তফাৎ হয় ৩০ থেকে ৪০ টাকা কিলো প্রতি কম বেশি হতে পারে।

এবার আমি আপনাদেরকে আরো কয়েকটি বরফের মাঝে দাম বলব যেগুলো আমি আনিনি কিন্তু আমি সেই মাছের দাম গুলো জানি। কারণ আমি তো রোজ আরো দিয়ে যাই যেখানে মাছ পাইকারি হয়। সেই পাইকারি বাজারে যাই তাই আমি আপনাদের বলতে পারব যে অনুমান করে আমার অভিজ্ঞতায় সেই মাছগুলি কত দামে বিক্রি হয়েছে আজকের বাজারে। এই মাছগুলো আমিও বেচি কিন্তু আজকে আমি আনিনি তবুও আপনাদের আমি দাম বলে দিচ্ছি।

পমফ্রেট মাছ: ৬০গ্রাম ও ৭০ গ্রাম ওজন হবে এক একটি মাছের এই মাছগুলি আজকের বাজারে বিক্রি হয়েছে ৫০০ টাকা কিলো। 

বড় আর টেংরা মাছ: অনেকে এটিকে রিঠা মাছও বলে একটা মাছের ওজন হবে ৩ কিলো ৫০০ গ্রাম। এই মাছগুলো গোটা খুব কমই বিক্রি হয় এ মাছগুলো কাটাই বিক্রি হয়। মানে এগুলো টুকরো টুকরো করে বিক্রি করা হয়। এই মাছের এক একটি অংশ এক এক রকম দামে বিক্রি হয়। এই মাছের মাথাটি বিক্রি হবে ২২০ টাকা কিলো মাথার নিচের অংশ মানে ঘাড়াটি বিক্রি হবে ৩০০ টাকা কিলো। এবং তারপরে পুরো সলিড মাছটি বিক্রি হবে ৪৫০ টাকা কিলো। যার যেরকম পছন্দ সে সেরকম ভাবেই নিতে পারবে কারণ কেউ এই মাছের মাথা খেতে ভালবাসে কেউ ঘাড়াটা খেতে ভালোবাসে, সেই জন্যই যার যেটা পছন্দ সে সেই অংশটাই নেবে এই মাছটির।

ইলিশ মাছ: ৫০০ গ্রাম ওজনের ইলিশ মাছ ৮০০ টাকা কিলো এবং এক কিলো ওজনের ইলিশ মাছ ১৫০০ টাকা কিলো।

কাতলা মাছ: বরফের কাতলা মাছ ওজন ২ কিলো ৫০০ গ্রাম, বিক্রি হয়েছে গোটা ৩২০ টাকা কিলো।

একটা কথা আমি আপনাদের সবসময়ই বলি যে মাছের দাম ডিপেন্ড করে মাছের কোয়ালিটির ওপর আমি আপনাকে যে দামগুলি বললাম সেগুলি একদম টাটকা মাছের আজকের দাম। দেখুন বরফের মাছ বলেই যে খারাপ তা নয়। কারণ আপনারা কেনেন খান আপনারা ভালই জানেন। কিন্তু তার মধ্যেও তো খারাপ থাকে তাই বললাম। আজকের এই সবকটি মাছের দাম আমি আমার আজকের সকালের নিজস্ব অভিজ্ঞতা থেকে বললাম কারণ আমি নিজে মাছ বিক্রি করি তাই আমি আপনাদেরকে দামগুলো বলতে পারলাম। আশা করি আপনারা এর থেকে মাছের দাম অনুমান করতে পারবেন। আমি আপনাদেরকে আগরপাড়া সোদপুর বেলঘড়িয়া এই তিনটি জায়গার মাছের দাম বললাম। আপনার এরিয়ায় হয়তো মাছের দাম কমবেশি হতে পারে কিন্তু আমি আমার এত বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি কিলো প্রতি ৫০ থেকে ১০০ টাকা ডিফারেন্স হতে পারে। কারণ প্রত্যেক ব্যবসাদার একই জায়গা থেকে তো মাছ কেনে না  তাই। যেমন আপনারা বাজার থেকে মাছ কেনেন আপনার বাজার আর অন্য জায়গার বাজারের দাম একটু কম বেশি হয় সেই রকমই আমরা যারা পাইকারি মাছ কিনে তাদেরও কেনার সময় কিছুটা কম বেশি দাম হয়। কারণ এক একটা জায়গায় এক একটা পাইকারি মার্কেট থাকে সেই অনুযায়ী সেখানে দাম হয়। আশা করি আমি আপনাদেরকে সঠিক তথ্য ভালোভাবে বুঝাতে পেরেছি।

সবশেষে বলি আজকে কি কি মাছের চাহিদা বেশি ছিল 

আজকে বোয়াল মাছ রুই মাছের চাহিদা খুব বেশি ছিল। কারণ সবার আগে এই দুই রকমের মাছ ই আমার তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল। এরপরেও ক্রেতারা আমার কাছে রুই মাছ আছে কিনা জিজ্ঞাসা করেছিল কারণ তাদের রুই মাছ লাগতো এবং অনেকে বোয়াল মাছের কথাও জিজ্ঞাসা করেছিল। তাই আমি বুঝতে পারলাম যে আজকে এই দুটি মাছের চাহিদা অনেকটাই বেশি ছিল। আর একটি কথা হল আমি তো আজকে ইলিশ মাছ আনিনি। কিন্তু আজকে ক্রেতারা আমার কাছে ইলিশ মাছও খুঁজছিল। ভোলা মাছের চাহিদা মোটামুটি ছিল। আজকে পাবদা মাছের চাহিদা একটু কম ছিল কারণ পাবদা মাছটা আমার সবশেষে বিক্রি হয়েছে। মানে সবশেষে আমার কাছে অল্প পাবদা মাছ ছিল সেই মাছটুকুই বেঁচে আমি আজকে আমার ব্যবসা শেষ করেছি। আমি আপনাদের কাছে আজকের আমার সমস্ত অভিজ্ঞতা শেয়ার করলাম। 

গুরুত্বপূর্ণ নোট:

আমি নিজে মাছ বিক্রি করি, তবে এই কনটেন্টের মাধ্যমে আমি কারও কাছে কিছু বিক্রি করছি না। এই রিপোর্ট শুধুই সাধারণ মানুষের উপকারের জন্য, যাতে তারা বাজারে গিয়ে সচেতন হয়ে মাছ কিনতে পারেন। আমি আজকের দাম বললাম আমি যে দামে বেচেছি সেই দামগুলি। কালকে আবার অন্য দাম হতে পারে কারণ মাছের দাম রোজ একই থাকে না প্রত্যেকদিন পরিবর্তন হয়। আমি বললাম কারণ আপনি কালকে বাজারে যাওয়ার আগে মোটামুটি  একটি অনুমান করতে পারেন দাম সম্পর্কে। কারণ বেশি ডিফারেন্স হবে না কিলো প্রতি ৫০ থেকে ১০০ টাকার পার্থক্য হতে পারে। আমি আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বললাম

ডিসক্লেইমার:

এই কনটেন্টে দেওয়া মাছের দাম, মান ও তথ্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে প্রস্তুত। আমি নিজে মাছ বিক্রি করি, তবে এই পোস্টের মাধ্যমে কাউকে কিছু বিক্রি করার উদ্দেশ্য নেই।
এই তথ্য শুধুমাত্র সাধারণ মানুষকে সাহায্য করার জন্য শেয়ার করেছি, যাতে সবাই সঠিক বাজারদর বুঝে সচেতনভাবে মাছ কিনতে পারেন। আপনি যেখানে থাকেন সেই অঞ্চলে হয়তো মাছের দাম যেগুলো আমি বললাম সেগুলো অনুযায়ী কম বেশি হতে পারে।কারণ প্রত্যেক ব্যবসায়ী এক জায়গা থেকে মাছ কেনেন না—কারও মাছ আসে নদী থেকে, কারও আসে হ্যাচারির ফার্ম থেকে, আবার কেউ পাইকারি বাজার থেকে আনেন। তাই কোথাও দাম কিছুটা কম হয়, আবার কোথাও কিছুটা বেশি হয়—এটি স্বাভাবিক। 



Post a Comment

0 Comments