মাত্র ₹13,999 টাকায় Poco M7 Pro 5G – দুর্দান্ত ক্যামেরা, AMOLED ডিসপ্লে ও 5110mAh ব্যাটারির সঙ্গে!
আজকের দিনে কেউ যদি একটি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবেন, তাহলে তিনি শুধু ক্যামেরা বা প্রসেসর দেখে সিদ্ধান্ত নেন না। বরং এখন সবাই চায় ফোনের ডিজাইন ভালো হোক, পারফরম্যান্স স্মুথ হোক, ডিসপ্লে হোক ঝকঝকে আর ব্যাটারি চলুক সারা দিন। আর যদি এতসব কিছু মিলে যায় একেবারে বাজেটের মধ্যেই, তাহলে তো কথাই নেই! ঠিক এমন এক দারুন অফার নিয়ে এসেছে Xiaomi-এর নতুন ফোন Poco M7 Pro 5G। অসাধারণ সব ফিচার নিয়ে এই ফোন ইতিমধ্যেই বাজারে সাড়া ফেলে দিয়েছে।
ডিজাইন আর টেকসই গঠন – দুই একসাথে
Poco M7 Pro 5G-এর ডিজাইন খুবই প্রিমিয়াম আর দেখতে বেশ স্টাইলিশ। এর বডির মাপ 162.4 x 75.7 x 8 mm আর ওজন মাত্র 190 গ্রাম। ফলে দীর্ঘক্ষণ হাতে ধরে রাখলেও কোনও অসুবিধা হয় না। ফোনটি IP64 রেটেড, মানে ধুলো আর হালকা পানির ছিটে থেকেও সুরক্ষিত। এমন দামে এতটা টেকসই ফিচার খুব কম ফোনেই দেখা যায়।
বড় AMOLED ডিসপ্লে – রঙ ও ব্রাইটনেসে চমক
এই ফোনে রয়েছে 6.67 ইঞ্চির বড় AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120Hz। সঙ্গে আছে Dolby Vision আর HDR10+ সাপোর্ট, তাই ভিডিও দেখা বা গেম খেলা হবে একদম মসৃণ আর রঙে ভরপুর। সর্বোচ্চ 2100 nits ব্রাইটনেস থাকায় রোদেও স্ক্রিন পরিষ্কার দেখা যায়। উপরন্তু, Corning Gorilla Glass 5 স্ক্রিনকে স্ক্র্যাচ থেকে রক্ষা করে।
Also read: https://babaiigl.blogspot.com/2025/07/redmi-k80-ultra-bangla-review-full-details.html
পারফরম্যান্স – দ্রুত আর স্মুথ
এই ফোনে ব্যবহার করা হয়েছে Mediatek Dimensity 7025 Ultra (6nm) চিপসেট, যা দারুন ফাস্ট আর শক্তিশালী। মাল্টিটাস্কিং, গেমিং – সব কিছুই সহজে চালানো যায়। ফোনটি Android 14 আর HyperOS-এ চলে এবং কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে ২-৪টি বড় সফটওয়্যার আপডেটও আসবে, তাই অনেকদিন পর্যন্ত ফোনটি আপ-টু-ডেট থাকবে।
RAM ও স্টোরেজ – যেমন প্রয়োজন, তেমন বিকল্প
এই ফোনে আপনি পেয়ে যাবেন 128GB থেকে শুরু করে 512GB পর্যন্ত স্টোরেজের অপশন। RAM-ও আছে 6GB থেকে শুরু করে 12GB পর্যন্ত। এতে রয়েছে UFS 2.2 স্টোরেজ প্রযুক্তি, ফলে ফোনের পারফরম্যান্স হয় আরও দ্রুত। চাইলে আপনি আলাদা microSD কার্ড ব্যবহার করেও স্টোরেজ বাড়াতে পারবেন।
ক্যামেরা – ছবি তুলতে ভালোবাসলে এটি আপনার জন্য
Poco M7 Pro 5G-এর পিছনে আছে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, যার অ্যাপারচার f/1.5 – ফলে রাতেও ছবি উঠবে পরিষ্কার আর ঝকঝকে। সঙ্গে আছে 2MP ডেপ্থ সেন্সর। যারা সেলফি তুলতে ভালোবাসেন, তাদের জন্য সামনে রয়েছে 20MP ফ্রন্ট ক্যামেরা যা HDR আর Panorama সাপোর্ট করে। ভিডিও রেকর্ডিং করা যাবে 1080p@30fps-এ।
ব্যাটারি – চলবে অনায়াসে সারা দিন
ফোনটিতে রয়েছে 5110mAh-এর বিশাল ব্যাটারি, যা একটা পুরো দিন সহজেই টিকে যায়। ফোনটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে, ফলে কম সময়ে চার্জ হয়ে যাবে পুরো ফোন।
দাম ও কালার অপশন
এই ফোন পাওয়া যাবে চারটি দারুন রঙে – Lavender Frost, Lunar Dust, Olive Twilight আর Classic Black। ভারতে এর প্রাথমিক দাম শুরু হতে পারে ₹13,999 থেকে ₹17,999 পর্যন্ত, নির্ভর করবে কোন র্যাম ও স্টোরেজ ভার্সন আপনি নিচ্ছেন তার উপর।
এই দামে যদি আপনি এত দারুন ডিজাইন, ফাস্ট পারফরম্যান্স, কালারফুল ডিসপ্লে, ভালো ক্যামেরা আর সারা দিন চলা ব্যাটারি পান, তাহলে এটি নিঃসন্দেহে একটা দারুন ডিল। যারা একটা ভ্যালু ফর মানি ফোন খুঁজছেন, তাদের জন্য Poco M7 Pro 5G হতে পারে একদম পারফেক্ট পছন্দ।
ডিসক্লেইমার
এই লেখাটি শুধুমাত্র সাধারণ তথ্য দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। প্রোডাক্টের দাম ও স্পেসিফিকেশন সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। ক্রয়ের আগে দয়া করে অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটবর্তী স্টোর থেকে যাচাই করে নিন।
0 Comments