Header Ads Widget

Responsive Advertisement

আজকের বাজারে টাটকা মাছের দাম এবং আমি যা যা মাছ আজকে বিক্রি করেছি, ৩১ শে জুলাই ২০২৫

সাজানো মাথাকাটা তাজা রুই ও কাতলা মাছ, আঁশ চকচকে এবং কাটা অংশ স্পষ্টভাবে দৃশ্যমান।
আমি যখন সকালবেলা মাছ বিক্রি করতে যাই তখন আমার কাছে মোবাইল ফোন থাকে না তার ফলে আমি আমার নিজস্ব মাছের ছবি তুলতে পারি না তাই আমি ফ্রি ওয়েবসাইট থেকে এই ছবিটি ডাউনলোড করে পোস্ট করলাম। শুধুমাত্র আপনাদের মাছের ছবি দেখানোর জন্য

আজকের বাজারে টাটকা মাছের দাম এবং আমি যা যা মাছ আজকে বিক্রি করেছি, ৩১ শে জুলাই ২০২৫

বাজারের নাম: আগরপাড়া বাজার

আজকে আমি মার্কেটে গিয়ে দেখেছিলাম যে আজকে মাছের আমদানি কম ছিল। এর ফলে আজকে মাছের দামও একটু বেশি ছিল। এখন আমি আপনাদেরকে আজকে পাঁচ রকম মাছের দাম বলব। যে মাছগুলো আজকে আমি এনেছি বিক্রি করার জন্য। আরেকটি কথা আমি বরফের মাছ বিক্রি করি সেই মাছগুলোরই দাম বললাম। তার সঙ্গে সঙ্গে জ্যান্ত রুই ও কাতলা মাছের দামও বলবো কারণ আমার এক বন্ধু জ্যান্ত রুই, কাতলা মাছ বিক্রি করে সেই অনুযায়ী আমি আপনাকেও আজকের জ্যান্ত রুই, কাতলা মাছের দাম বলব।

আজকে আমি এনেছিলাম ছোট খোকা ইলিশ,ছোট চিংড়ি, কাতলা মাছ ডিম ছাড়া, রুই মাছ ডিম ছাড়া এবং গঙ্গার মোরলা মাছ। এই মাছগুলি আজকের বাজারে যে যে দামে বিক্রি হয়েছে সেই সেই দামগুলো আমি আপনাকে বলব। 

খোকা ইলিশ: ওজন ১৭০ গ্রাম এক একটা মাছের, দাম ৫০০ টাকা কিলো।

ডিম ছাড়া রুই মাছ: ১ কেজি ৫০০ ওজনের গোটা মাছ নিলে তার  দাম ২৫০ টাকা কেজি এবং কাটা মাছ অর্থাৎ সলিড মাছ মাথা ছাড়া ৩০০ টাকা কিলো।

ডিম ছাড়া কাতলা মাছ: মাছের ওজন ২ কেজি থেকে ২ কেজি ৫০০ আজকে বাজারে বিক্রি হল গোটা মাছ নিলে ৩০০ টাকা কিলো এবং কাটা মাছ মানে মাথা ছাড়া শুধু সলিড মাছ ৩৮০ টাকা কিলো।

চিংড়ি মাছ: আমি আজকে ছোট ছোট চিংড়ি এনেছিলাম যেই চিংড়িগুলো আপনার পটলের তরকারি লাউয়ের তরকারি এইসবে দেওয়া যায়। এই চিংড়ি গুলি আজকে বাজারে বিক্রি হল ৩০ টাকা ১০০ গ্রাম মানে ৩০০ টাকা কেজি।

গঙ্গার মোরোলা মাছ: দাম ১৬০ টাকা কিলো

যেই মাছের চাহিদা আজকের বাজারে বেশি ছিল 

আজকের বাজারে খোকা ইলিশের চাহিদা ছিল ভালোই। কারণ আজকে খোকা ইলিশ খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। আর বিক্রি হওয়ার পরও অনেকে খুঁজেছে। রুই মাছের চাহিদা ছিল মোটামুটি। কাতলা মাছ ও আজকে তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে। আজকে চিংড়ি মাছের চাহিদা একটু কম ছিল কারণ চিংড়ি মাছটা বিক্রি করতে একটু দেরি হয়েছে। আরজে গঙ্গার মোড়ালা মাছটি এনেছিলাম সেই মাছটি একটু কম করে এনেছিলাম ৫ কেজি তাই এই মাছটি অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে গেছে কারণ বাজারে ছোট খাটো মাছ খুব কম আছে। সেই জন্যেই এই এই মাসের চাহিদা ছিল বেশি। এককথায় যদি বলি সব থেকে বেশি যেই মাছ গুলির চাহিদা ছিল সেগুলি হল কাতলা মাছ খোকা ইলিশ মাছ আর গঙ্গার মোড়লা মাছ। সবচাইতে যে মাছটির চাহিদা কম ছিল সেটি হল চিংড়ি মাছ। আমি যেই যেই মাছগুলো এনেছি সেই মাছগুলি বিক্রি করার সময় আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতা থেকেই বললাম। যে কোন মাছের চাহিদা কম আর কোন মাছের চাহিদা বেশি।

আমি আজকে এই এই মাছগুলোকে বিক্রি করেছি এই এই দামে এবং আজকে বাজার দর অনুযায়ী এই মাছগুলো এই দামেই পাওয়া যাচ্ছে। আপনাদের এলাকা অনুযায়ী হয়তো দাম সামান্য কমবেশি হতে পারে।

এছাড়াও অন্যান্য মাছের দাম যেগুলো আমি আনিনি

এছাড়াও অন্য মাছ যেগুলো আমি আনিনি সেগুলোর দামও আপনাকে আমি আমার অভিজ্ঞতা অনুযায়ী বলতে পারি যে কি কি দামে বিক্রি হয়েছে। এবার আমি আপনাকে আর কয়েকটি মাছের দাম বলে দিচ্ছি। 

জ্যান্ত রুই মাছ: ১ কেজি ওজনের জ্যান্ত রুই মাছ আজকে বাজারে বিক্রি হয়েছে ২৮০ টাকা কিলো 

জ্যান্ত কাতলা মাছ: ১ কেজি ৮০০ গ্রাম থেকে ২ কেজি ওজনের কাতলা মাছ ৩৪০ টাকা কিলো। 

লোটে মাছ: আজকে বাজারে লোটে মাছ খুব কম ছিল কিন্তু যে সমস্ত লোটে মাছ গুলি ছিল সেগুলো একটু ছোট সাইজের কিন্তু দাম একটু বেশি এই লোটে মাছ আজকের বাজারে বিক্রি হয়েছে ২০০ টাকা কিলো।

পাবদা মাছ: ৫০ গ্রাম ৬০ গ্রাম ওজনের পাবদা মাছ এই মাছটির আজকের বাজারের দাম হচ্ছে ৪০ টাকা ১০০ গ্রাম মানে ৪০০ টাকা কেজি। 

৮০০ গ্রাম ওজনের ইলিশ মাছ: আজকে ইলিশ মাছের দাম একটু বেশি ছিল। কারণ মাছের আমদানি একটু কম ছিল। ৮০০ গ্রাম ওজনের ইলিশ মাছ আজকে বাজারে বিক্রি হয়েছে ১৩০০ টাকা কিলো।

গুরজালি মাছ: আজকে আমি বেশি বড় সাইজের গুরুজালি মাছ দেখিনি আপনার এক একটা গুরজালি মাছের ওজন হবে ৫০ থেকে ৬০ গ্রাম এই মাছগুলি আজকে বাজারে বিক্রি হয়েছে ৩৮০ টাকা কেজি।

আমি ঘুরে ঘুরে মাছ বিক্রি করি আমি আমার আজকের সম্পূর্ণ অভিজ্ঞতা থেকে আপনাদের আজকের বর্তমান বাজারের কয়েকটি মাছের দাম বললাম যার থেকে আপনারা আপনারা কালকে বাজারে যাওয়ার আগে মাছের দাম অনুমান করতে পারেন, যে কত হতে পারে।

আর একটি গুরুত্বপূর্ণ কথা যেটি আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি মাছের দাম সব সময় ডিপেন্ড করে মাছে কোয়ালিটির ওপর কারণ ভালো কোয়ালিটি হলে মাছের দাম বেশি হয়। কিন্তু মাছের কোয়ালিটি যদি একটু খারাপ হয়ে যায় সে ক্ষেত্রে মাছের দাম কমই হবে আমি আপনাকে যে দাম গুলো বললাম সেগুলো একদম টাটকা মাছের দাম।

গুরুত্বপূর্ণ নোট:

আমি নিজে মাছ বিক্রি করি, তবে এই কনটেন্টের মাধ্যমে আমি কারও কাছে কিছু বিক্রি করছি না। এই রিপোর্ট শুধুই সাধারণ মানুষের উপকারের জন্য, যাতে তারা বাজারে গিয়ে সচেতন হয়ে মাছ কিনতে পারেন। আমি আজকের দাম বললাম আমি যে দামে বেচেছি সেই দামগুলি। কালকে আবার অন্য দাম হতে পারে কারণ মাছের দাম রোজ একই থাকে না প্রত্যেকদিন পরিবর্তন হয়। আমি বললাম কারণ আপনি কালকে বাজারে যাওয়ার আগে মোটামুটি  একটি অনুমান করতে পারেন দাম সম্পর্কে। কারণ বেশি ডিফারেন্স হবে না কিলো প্রতি ৫০ থেকে ১০০ টাকার পার্থক্য হতে পারে। আমি আমার এতদিনের অভিজ্ঞতা থেকে বললাম

ডিসক্লেইমার:

এই কনটেন্টে দেওয়া মাছের দাম, মান ও তথ্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে প্রস্তুত। আমি নিজে মাছ বিক্রি করি, তবে এই পোস্টের মাধ্যমে কাউকে কিছু বিক্রি করার উদ্দেশ্য নেই।
এই তথ্য শুধুমাত্র সাধারণ মানুষকে সাহায্য করার জন্য শেয়ার করেছি, যাতে সবাই সঠিক বাজারদর বুঝে সচেতনভাবে মাছ কিনতে পারেন। আপনি যেখানে থাকেন সেই অঞ্চলে হয়তো মাছের দাম যেগুলো আমি বললাম সেগুলো অনুযায়ী কম বেশি হতে পারে।কারণ প্রত্যেক ব্যবসায়ী এক জায়গা থেকে মাছ কেনেন না—কারও মাছ আসে নদী থেকে, কারও আসে হ্যাচারির ফার্ম থেকে, আবার কেউ পাইকারি বাজার থেকে আনেন। তাই কোথাও দাম কিছুটা কম হয়, আবার কোথাও কিছুটা বেশি হয়—এটি স্বাভাবিক। 


Post a Comment

0 Comments